in

AgreeAgree

কোকাকোলা বর্জন ঈমানি দাবি

Banned Coca Cola, A Religious Demand

আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন আমেরিকার প্যাটেন্ট করা বিভিন্ন সফট ড্রিংকস যেমন কোকাকোলা, পেপসি কোলা সারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। কোকাকোলাকে বিশ্বে আমেরিকার আধিপত্যবাদের নিদর্শন হিসেবে দেখা হয়। ২০০৪ সালের পরিসংখ্যান অনুসারে, সারা বিশ্বে ১৫০ বিলিয়ন লিটার কোকা কোলা পান করা হয়েছে। যা এই তরলটিকে পানির পর সবচেয়ে বেশি খাওয়া তরলে পরিণত করেছে।

স্বাস্থ্যগত ও পুষ্টির দিক দিয়ে এসব সফট ড্রিংকসের কোনো উপকারিতা নেই। বরঞ্চ এতে আছে কার্বন ডাই অক্সাইড, কার্বনিক এসিট, ক্যাফেইন এবং আরো অসংখ্য কেমিক্যাল এডিটিভ। এ ছাড়া কোলা নির্যাসের গঠন নিয়ে সংশয় তো রয়েছেই, কারণ এই জিনিসটিকে গোপন রাখা হয়েছে। তবে আমরা এটুকু জানি, এই পানীয় মুসলিমদের, বিশেষ করে আমাদের শিশুদের কোনো উপকারে আসবে না। বরং তাদের ভীষণ ক্ষতির কারণ হবে এগুলো।

বিশ্বের জনপ্রিয় কোলা ও সফট ড্রিংকসগুলো সবাই গর্বিতভাবে জায়োনিস্ট রাষ্ট্র ইজরায়েলের পক্ষে থাকার অঙ্গীকার করেছে। পাশাপাশি তারা ইজরায়েলকে আর্থিক সহায়তাও দিয়ে যাচ্ছে। আর এই ইজরায়েল মুসলিমদের রক্তে রঞ্জিত করছে নিজেদের হাত প্রতিনিয়ত।

আমি এই লেখায় দেখানোর চেষ্টা করব, কোকাকোলা খাওয়ার কারণে একদিকে যেমন কিছু কুচক্রী মানুষের পকেট পূর্ণ হচ্ছে, তেমনি এই কোলার টাকা দিয়ে আরো মুসলিমদের রক্ত ঝরছে। তাহলে মুসলিম ভোক্তাদের ভূমিকা কি হওয়া উচিত?

এ আলোচনার আগে আসুন আমরা কোক নিয়ে কিছু তথ্য জানি।

১. বিভিন্ন গুরত্বপূর্ণ চিকিৎসা-সংস্থার মতে, কোকা কোলা, অন্যান্য কোক ও সোডাগুলো শরীরের জন্য ক্ষতিকর সেগুলোর ভেতরে থাকা ফসফরিক এসিড, কার্বন ডাই অক্সাইড ও ক্যাফেইনের জন্য।

২. কোকের ভেতরের অনেক উপাদানকে গোপন রাখা হয়েছে। তাই এসব উপাদানকে সংশয়জনক বিবেচনা করতে হবে, যেহেতু উপাদানগুলো জানা সম্ভব হচ্ছে না। ইসলাম আমাদের সংশয়যুক্ত বিষয় থেকে দূরে থাকতে বলেছে।

৩. এ ধরনের পানীয়তে ০.৫-০.৩% অ্যালকোহল থাকার অনুমোদন রয়েছে। তাই এই বিবেচনাতেও কোকা-কোলা থেকে দূরে থাকা উচিত।

৪. ফিকহের অন্যতম একটি নিয়ম হল, মুসলিম সমাজের কল্যাণ রক্ষা করা। আজ, ইসরায়েলের নেতৃত্বে, সমস্ত ইয়াহুদি লবি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই দেশগুলোকে সমর্থনকারী দেশগুলো প্রকাশ্যে ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বিচারে মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে, তাদের ওপর নানা ধরনের অত্যাচার চালানো হচ্ছে। এই একপেশে যুদ্ধে ইজরায়েলের যুদ্ধ পরিচালনা, অস্ত্রশস্ত্রের যেসব খরচ আছে তা আসে এসব কোলা কোম্পানি ও আমেরিকার ফান্ডিংয়ে। ফলে এসব পণ্য ক্রয়ের দ্বারা মুসলিমরা একদিক দিয়ে নিজেরাই নিজেদের হত্যায় আর্থিক সহায়তা করছে।

১৯৬৬ সাল থেকেই কোকাকোলা ইজরায়েলের কট্টর সমর্থক। ১৯৯৭ সালে ইসরায়েলের গভর্নমেন্ট ইকোনমিক মিশন ইসরায়েল বিজনেস অ্যাওয়ার্ডস ডিনারে কোকা-কোলাকে গত ৩০ বছর ধরে ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থন এবং ইসরায়েলের আরব লীগ বয়কট মেনে চলা অস্বীকার করার জন্য তাদের সম্মানিত করে।

কোকা-কোলা বার্ষিক আমেরিকান-ইসরায়েলি চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ডে ফান্ডিং করে। এরা এমন সব কোম্পানিকে পুরষ্কৃত করে যা ইসরায়েলি অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে। ২০০৯ সালে কোকা কোলা ইসরায়েলি লবি AIPAC-কে পুরষ্কৃত করে। তাদেরকে এই পুরষ্কার দেওয়া হয় কারণ জাতিসংঘ চেয়েছিল গাজায় যুদ্ধ বন্ধ করে দিতে, কিন্তু তারাই সিনেটকে বোঝায় এই যুদ্ধ চালিয়ে যেতে। ফলে ইসরায়েল যেন গাজায় তার সামরিক অভিযান চালিয়ে যেতে পারে তার সম্মতি দেয় সিনেট।

২০০৮ সালে কোকাকোলা ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল চ্যালেঞ্জ ফান্ডকে ইসরায়েলে একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ খোঁজার দায়িত্ব দেয়। এর বিনিময়ে তাদেরকে দেওয়া হবে “ব্ল্যাঙ্ক চেক”। এই চুক্তিটি ইজরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে একটি ব্যতিক্রমী ঘটনা।

২০০৯ সালে কোকা-কোলা ব্রিগেডিয়ার জেনারেল বেন-এলিজারকে সম্মান জানাতে কোকা-কোলা বিশ্ব সদর দফতরে একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করে। বেন-এলিজার একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধী। তার ইউনিট ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ৩০০ জনেরও বেশি মিশরীয় যুদ্ধবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দায়ী। শ্যারনের অধীনে বেন-এলিয়েজার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেনিনে গণহত্যার নির্দেশ তিনিই দেন।

জর্ডান উপত্যকার শাদমোট মেখোলার অবৈধ ইসরায়েলি বসতিতে “কোকা-কোলা ইসরায়েল”-এর দুধের খামার এবং দখলকৃত গোলান হাইটসের কাটজেরিন শিল্পাঞ্চলে একটি কারখানা রয়েছে।

ইসরায়েলের সাথে কোকাকোলার এমন ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানার পরও কি আমরা কোকাকোলাকে বর্জন করব না? এরপরও কি আমরা নির্লজ্জের মতো কোক-স্টুডিওর কনসার্টে যাব? এই প্রশ্নটা নিজেদের বিবেকের ওপরই ছেড়ে দেওয়া দরকার।

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

are you cheating yourself

আপনি কি নিজের সাথে প্রতারণা করছেন?

ইসলামে রিজিক

ইসলামে রিজিক মানে আমাদের ভাবনার চেয়ে বেশি কিছু