সহজ, ভারসাম্যপূর্ণ, মধ্যপন্থা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য ও সৌন্দর্য। জন্ম থেকে বেড়ে ওঠা, বুদ্ধি, বিবেক, দর্শন, ব্যবসা, লেনদেন, বিশ্বাস, ইবাদত, আইন-কানুন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় বিধান, অন্তর, আদর্শ ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে ইসলাম মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

মিডলপাথ.লাইফ (MiddlePath.Life) একটি গবেষণাভিত্তিক বাংলা ব্লগ সাইট যা সমসাময়িক বিশ্ব পরিস্থিতিকে ঘিরে ইসলামি দর্শন, মতাদর্শ, ইসলামিক থিওলজি, এস্কেটোলজিক্যাল রিসার্চ এবং কোরআন ও সুন্নাহ এর আলোকে তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনের লক্ষ্যে সম্পূর্ণ স্বেচ্ছাসেবীমূলক একটি আয়োজন।

এভাবেই আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী উম্মত, যাতে তোমরা (কিয়ামতের দিন) মানুষ সম্পর্কে সাক্ষী হতে পার। সূরা বাকারা: ১৪৩

ধর্মে কোনো জোর-জবরদস্তি ও কঠোরতা নেই। সূরা বাকারা: ২৫৬

তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন কর, বাড়াবাড়ি করো না। সকাল-সন্ধ্যায় (ইবাদতের জন্য) বের হয়ে পড় এবং রাতের কিছু অংশেও। তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো। তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে। সহীহ বুখারী: ৬৪৬৩