in

ব্রিকস এর দশ রাজা এবং বিশ্ব শান্তির চুক্তি

BRICS-5-members

ইহা একটি হাইপোথিটিক্যাল আলোচনা! ব্রিকস -এর ১০ সদস্য বা ৭ বছরের শান্তি চুক্তির ঘোষণা, দুটার কোনটাই আনুষ্ঠানিকভাবে হয়নি। কিন্তু অনেকের মতে হওয়ার আয়োজন শেষ হয়েছে। তাই হলে কি হবে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। লেখাটি সেপ্টেম্বরের পরে হলে ভালো হতো। কিন্তু ধৈয্য কুলালোনা। তবে ঘটনাগুলো না হওয়া পর্যন্ত এটি একটি আজগুবি লেখা। এবং থার্ড টেম্পলের সাথে যারা একেবারে পরিচিত না তাদের কাছে এটি একটি উদ্ভট লেখা মনে হতে পারে।

আর যদি নিচের ২টা বিষয় ঘটে তবে, অ্যাটেনশন প্লিজ। অন্তত বাইবেল বিশ্লেষকদের মতে। আমি শুধু তাদের বিশ্লেষণকে বাংলায় সারমর্ম করে ফিডে রেখে দিলাম।

১. ব্রিকস -এ প্রায় ৪০টি দেশ সদস্য হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও যদি নেয়া হয় ৫টি। মানে মোট ১০টি হবে।

২. যদি সেপ্টেম্বরে ৭ বছরের কোন পিস এগ্রিমেন্ট বা কাছাকাছি যেকোন নামে, কাছাকাছি মেয়াদে বা ফর্মে শান্তিচুক্তি হয়।

নিচের ছবিটিতে ৪টি ইভেন্টের কথা উল্লেখ আছে যার ২টি এরই মধ্যে হয়ে গেছে। বাকি ১টা আগস্টে এবং আরেকটা সেপ্টেম্বরে। দেখার অপেক্ষায় যে ব্রিকস –এ ঠিক আরো ৫টা দেশই যোগ হয়ে মোট ১০টা দেশ হয় কিনা। হলে এদেরকেই বলা হয়েছে টেন কিংস (স্বল্প সময়ের জন্য), অন্তত এ নিয়ে বাইবেল বিশ্লেষকদের আর কোন সন্দেহ থাকবে না। এখানে কিছু নির্ভরযোগ্য তথ্যকে আমি জড়ো করার চেষ্টা করলাম মাত্র। এসব বিশ্লেষণের হুবুহু কিছু অংশ নিচে দিয়ে রাখলাম।

BRICS Ten Kings and World Peace

Bible talks about 10 king alliance that will be in position during the early part of the 7 year tribulation period.

Bible scriptures Revelation 17 12. It says and then the ten horns that you saw are Ten Kings who have not yet received royal power but they are to receive authority as kings for one hour (short time) together with the be*ast, the antichr*ist.

They will receive power after being in place for short time and hand over their power to the antichr*ist. The first three and a half years will be a time of false peace and prosperity upon the earth, as the antichr*ist will make a treaty with the people of Israel. At the halfway point, the be*ast will set up an image in the temple, desecrating it. This begins the second half of the 7-year tribulation, and then God’s wrath is poured out until His judgment is completed.

এটা লম্বা আলোচনার মূল অংশ মাত্র। বিস্তারিত কারো আগ্রহ থাকলে নেট থেকে ঘেটে বের করতে পারে। কিছুই লুকানো নাই।

এই ফাঁকে, উপরে তাদের জন্যও উত্তর রয়ে গেছে, যারা মনে করে চায়না পরবর্তী সুপার পাওয়ার।

ব্রিকস –এ ফিরে আসি। এর বর্তমান ৫টি দেশ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা। জুলাই ২০২২ এ যে আরো ৫টি নতুন দেশ যুক্ত হওয়ার ঘোষণা হয়েছিল তারা হলো ইরান, আর্জেন্টিনা, মিশর, সৌদি আরব এবং তুরস্ক। এই মোট টেন কিংস! এই লিষ্টে ফ্রান্স ঠুকতে মরিয়া। কিন্তু এটা সত্যিই বিবলিক্যাল প্রফেসি অনুসরন করে থাকলে মূল তালিকায় ১০টার বেশি নিবে না। বাকিটা দেখার অপেক্ষায়।

এখন এর সাথে বিবলিক্যাল প্রফেসির মিল কোথায়? কেন বলা হচ্ছে সবকিছু বিবলিক্যাল প্রফেসি টু দ্যা পয়েন্টে অনুসরন করে সুপরিকল্পিতভাবে করা হচ্ছে?

এটা বুঝার জন্য বিভিন্ন ডটসকে ক্যানেক্ট করা দরকার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রযুক্তি, যা দিয়ে সব নিয়ন্ত্রিত হবে। বুঝা দরকার প্রযুক্তির সাথে ধর্মগ্রন্থে উল্লেখ করা ভবিষ্যৎবাণি, সাথে ইতিহাস, দর্শন, প্রকৃতি, ভূরাজনীতি, থার্ড টেম্পলের অগ্রগতি ইত্যাদি। বুঝলে সোজা, না বুঝলে বোঝা।

এর মধ্যে ইসরায়েলে চলমান অস্থিরতা খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট। থার্ড টেম্পল নিয়ে তাদের প্রায় সব আয়োজন শেষ হয়েছে। এমনকি তাদের বহু বছরের আরাধ্য সেই বাছুরও (রেড হেইফার) সাক্রিফাইসের জন্য উপযুক্ত হবে ২০২৪ সালে তাদের ধর্মীয় অনুষ্ঠান ‘পাসওভার’ এর আগে। আমরা কি জানি এই থার্ড টেম্পলের মদনদে কে বসবে?

ইসরায়েলের চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নাম নোয়া হারারি। দ্যা হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম এর প্রফেসর এই নোয়া হারারি সম্প্রতি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বাইবেল কে রিরাইট করার ব্যাপারে বলেছেন। তিনি ওয়াল্র্ড ইকোনমিক ফোরামেরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বলেছেন “In a few years, there might be religions that are actually correct … just think about a religion whose holy book is written by an A.I.

এ আই এর ভেলকি দেখানো শুরু। আরো আছে। গত জুনে এআই জেনারেটেড চার্চ সার্ভিস চালু হয় জার্মানীতে। ইয়াপ! হ্যা সত্যি ঘটনা। শুধু কোরআন পুড়িয়ে ধর্মকে অবমাননা করা হচ্ছে তা নয়। এটা সত্যের সাথে আর্টিফিসিয়াল বা মিথ্যার সংঘর্ষ। এ আই; দ্যা নিউ গড, এমনটাও বলা হয়েছে।

সময়ের হিসেবটা আরেকবার কষে নেয়া যাক। তাদের বিশ্লেষণ অনুযায়ী সেভেন ইয়ার ট্রিবুলেশন পিরিয়ড ২০২৩ থেকে সত্যিই শুরু হলে শেষ হবে ৩০ এ। সব কেন ৩০ এ গিয়ে শেষ হবে? এজেন্ডা ২০৩০! সাত বছরের পিস এগ্রিমেন্ট অন্য নামে হোক বা যে ফর্মেই সাজানো হোক অথবা না হোক, ৭ বছরের ট্রিবুলেশন হলে উল্লেখিত বিশ্লেষণ অনুযাযী এর অর্ধেক সময় দুনিয়ার একটা ফেক পিস পাওনা থাকবে।

বলে রাখা ভালো এখানে বাইবেল নিয়ে বিতর্কের দিকে না গিয়ে বরং বিশ্লেষণের খাতিরে এটা উল্লেখ করা হয়েছে। কারন ইভেন্টগুলো বাইবেল প্রফেসি অনুযায়ী করা হচ্ছে। ইসলামিক বক্তাদের কল্যাণে কোরআন ও হাদিসের ব্যাখ্যা আমরা মোটামুটি জানি। যদিও সময় বা দিন উল্লেখ করে দেয়ার মতো কোন ক্ষমতা আমাদের নাই। এটা কেবল আল্লাহ জানেন।

এই লেখা কেউ পড়ুক বা না পড়ুক, বুঝুক না বুঝুক, ইগনোর করুক তাতে কিছু যায় আসে না। থিংকস আর হ্যাপেনিং। তবে সময়ের ব্যাপারে আমরা আসলেই কিছু জানিনা। ট্রিবুলেশন কি এখনই নাকি আরো ১০০/২০০ বছর এরকম কুতকুত করতে কেটে যাবে তা আমরা জানিনা। এটা আবহাওয়া বার্তার মতো ধরে নিতে পারেন। হতে পারে। ব্রেনের এক কর্নারে যত্ন করে রেখে দিন। আবহাওয়া বার্তা যেমন অনেক আলামতের উপর ভিত্তি করে দেয়া হয়। এটাও। এগুলা না বুঝলে আমার কি! ফেসবুক ফিডে রাখা থাকল।

——————–

২০/৭/২০২৩

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Has world war 3 begun?

তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? এই সংকটের শেষ কোথায়?

Third Temple Al Aqsa Mosjid and Messianic Age

থার্ড টেম্পল এবং মেসিয়ানিক যুগের সূচনা